যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় চীনা হ্যাকারদের হামলা

0
25

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকার দল ভোল্ট টাইফুন সাইবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে মাইক্রোসফট ও পশ্চিমা ৫ দেশের গোয়েন্দা সংস্থা।

বৃহষ্পতিবার আলাদা বিবৃতিতে তারা জানায়, গুয়ামসহ যুক্তরাষ্ট্রের উৎপাদন, পরিবহন, নির্মাণ, সমুদ্র, তথ্য প্রযুক্তি এবং শিক্ষা খাতকে লক্ষ্য করে হামলা চালায় হ্যাকাররা।

আগামীতে যুক্তরাষ্ট্র ও এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করাই হ্যাকারদের উদ্দেশ্য ছিল বলে জানায় মাইক্রোসফট।

যা তাইওয়ান ইস্যুকেও প্রভাবিত করবে বলে মনে করা করা হচ্ছে। হ্যাকার দলটি ২০২১ সালের মাঝামাঝি থেকে সক্রিয়। বিভিন্ন দেশের রাষ্ট্রীয় ওয়েবসাইটে হামলা এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

NO COMMENTS

LEAVE A REPLY