প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: আসামি চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট

0
41

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চেয়েছেন হাইকোর্ট।

সোমবার (২২ মে) সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। এ সময় আদালত ওই আসামিকে গ্রেপ্তার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে অভহিত করতে বলেন।

পরে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চান হাইকোর্ট। সেই সঙ্গে পুলিশের সবশেষ পদক্ষেপও জানতে চান হাইকোর্ট।

গত ১৯ মে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

২২ সেকেন্ডের সেই ভিডিও চাঁদকে বলতে শোনা যায়, আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমার করবো ইনশাআল্লাহ।

এই হুমকির প্রতিবাদে আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। আজ সারা দেশে দলের প্রতিটি ইউনিটকে বিক্ষোভ কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।

এদিকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মিছিল ও সমাবেশ করেছে। রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশ নেতা-কর্মী অংশ নেন।

NO COMMENTS

LEAVE A REPLY