মার্শাল আর্টে একই সঙ্গে স্বর্ণ ও রৌপ্য জিতলেন জাকারবার্গ

0
43

তথ্য প্রযুক্তি ডেস্ক: ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মার্শাল আর্টে একই সঙ্গে স্বর্ণ ও রৌপ্য জিতেছেন। প্রথমবারের মতো ‘জু-জিতসু’ টুর্নামেন্টে অংশগ্রহণ করেই বাজিমাত জাকারবার্গের।

জুজুৎসু মূলত মার্শাল আর্টের জাপানি একটি সংস্করণ। এই খেলায় কোনো প্রকার অস্ত্র ব্যবহার না করে বা ছোট অস্ত্র ব্যবহার করে অস্ত্রধারী বা ঢাল ব্যবহারকারীর বিপক্ষকে লড়াই করতে হয়।

টুর্নামেন্টে প্রথমবারেই অসাধারণ নৈপুণ্য দেখান জাকারবার্গ। জয়ের স্মরণীয় মুহূর্তের ছবির অ্যালবাম নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে জাকারবার্গ লেখেন, আমার প্রথম জিউ জিতসু টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি এবং গেরিলা জিউ জিতসু দলের হয়ে কিছু পদক জিতেছি।পোস্টে তিনি তার তিনজন প্রশিক্ষক কে ধন্যবাদও জানান।

NO COMMENTS

LEAVE A REPLY