বিনোদন ডেস্ক: অনেক আগেই নির্মাণের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ছোটপর্দা কিংবা বড়পর্দা, এমনকি ওয়েব ফিল্মেও দুর্দান্ত সব কাজ উপহার দিয়েছেন দর্শকদের। এসবের মধ্যে অনেক কাজই দর্শকপ্রিয় হয়ে উঠেছে।
এ নির্মাতা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে প্রায়ই ব্যক্তিগত জীবন, নিজের কাজ, ইন্ডাস্ট্রির বিষয় এবং সমসাময়িক বিষয়ে খোলামেলা কথা বলতে দেখা যায় তাকে। এবার নাট্যজন মামুনুর রশীদের বিষয়ে কথা বলতে গিয়ে নিজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে চেয়ে মিছিল তোলা হয়েছিল বলে জানালেন ফারুকী।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এক স্ট্যাটাসে এ কথা জানান নির্মাতা ফারুকী। তিনি লেখেন, ‘সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে খুবই কৌতুকপূর্ন। একজন আমাকে লিখলেন, আপনি নতুন দিনের হিজবুত তাহরীর।’
তিনি আরও লেখেন, ‘আপনারা কেউ কি ভাইটিকে জানাবেন, হিজবুত তাহরীর সেই ২০১০ সালেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর আমার মৃত্যুদণ্ড চেয়ে প্রাইভেট ইউনিভারসিটিগুলাতে মিছিল করছিল?’
সবশেষ এই নির্মাতা লেখেন, ‘সেইদিন দেখলাম একজন মামুনুর রশীদ সম্পর্কে লিখছে, উনি ভারতের দালাল। অথচ ভারত মামুন ভাইকে ভিসা দেয় না ম্যালা বছর হয়ে গেল।’