সিত্রাং দেশজুড়ে ১১ জনের প্রাণ কেড়েছে

0
46

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাং দেশের ৭ জেলায় অন্তত ১১ জনের প্রাণ কেড়েছে। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঘূর্ণিঝড়ের আঘাতে গাছ চাপা, দেয়াল চাপা ও নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে কুমিল্লার নাঙ্গলকোটে একই পরিবারের ৩ জন, ভোলায় ২ জন, সিরাজগঞ্জে ২ জন এবং শরীয়তপুর, বরগুনা, নড়াইল ও ঢাকায় একজন করে রয়েছেন।

কুমিল্লা

কুমিল্লায় ঝোড়ো বাতাসে ঘরের ওপর গাছ পড়ে এক পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।মৃতরা হলেন– হেসাখাল পশ্চিমপাড়া গ্রামের নিজাম উদ্দিন, তার স্ত্রী সাথি আক্তার ও মেয়ে লিজা আক্তার।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহবুব বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়েছি গাছ পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে উপজেলা প্রশাসন ও পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।’

ভোলা

ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো বাতাসে গাছচাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চরফ্যাশন ও দৌলতখান উপজেলায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন– দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফার স্ত্রী বিবি খাদিজা (৮০) এবং চরফ্যাশন উপজেলার শশীভূষণ ইউনিয়নের মনির হোসেন (৩০)।

দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান বলেন, ‘সন্ধ্যায় নিজ ঘরে অবস্থান করেছিলেন বিবি খাদিজা। ঝোড়ো বাতাসে হঠাৎ একটা বড় গাছ এসে ঘরের চালে পড়ে। এতে চাপা পড়ে খাদিজা আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

সিরাজগঞ্জ

সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর এলাকায় যমুনা নদীর ক্যানেলে ঝড়ে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ছোট নৌকাযোগে বাড়ি যাওয়ার পথে সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন– পূর্ব মোহনপুর গ্রামের খোকনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) এবং তাদের ছেলে আরাফাত হোসেন (২)।

নড়াইল

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নড়াইলের লোহাগড়ায় ভারী বর্ষণ ও ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে মর্জিনা বেগম (৪০) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পল্লী সঞ্চয় ব্যাংকের অদূরে এই ঘটনা ঘটে। মর্জিনা বেগম বাগেরহাট সদর উপজেলার অর্জুন বাহার গ্রামের মৃত এয়াকুব আলী শেখের মেয়ে।

বরগুনা

সদর উপজেলার সোনাখালী এলাকায় ঘূর্ণিঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আমেনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, আমেনা খাতুন সোমবার রাত ৮টার দিতে ঘরের ভেতর খাবার খাওয়ার সময় ঘরের ওপর গাছ পড়ে। তার বয়স ১০০ বছরের বেশি।

শরীয়তপুর

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়ায় বসতঘরের ওপর গাছ পড়ে শরীয়তপুরের জাজিরায় সাফিয়া খাতুন (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল।

এদিকে ঝড়ো বাতাসে রাজধানীর হাজারীবাগ এলাকায় দেয়াল ভেঙে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন রিকশার যাত্রী সীমা বেগম (৪৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY